রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থক নেতাকর্মী ও সাধারণ এলাকাবাসী। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার নন্দনপুর বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়
আনোয়ারুল ইসলাম জুম্মা পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য ছিলেন। সম্প্রতি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে আজীবনের জন্য বহিষ্কার করে রাজশাহী জেলা বিএনপি।
মানববন্ধনে বক্তারা বলেন, নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন মিম আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত। তিনি বিদ্যালয়কে আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত করেছিলেন। সেখানে নিয়মিত চলতো দলীয় সভা-সমাবেশ ও বিএনপি নিধনের পরিকল্পনা। ৫ আগস্টের পর স্থানীয়রা তাকে স্কুলে প্রবেশে বাধা দেয়। এর জের ধরেই বিএনপির ত্যাগী নেতা জুম্মাকে ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয়েছে।
তারা বলেন, বহিষ্কারাদেশ অবৈধ ও উদ্দেশ্যপ্রণোদিত। অনতিবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনোয়ারুল ইসলাম জুম্মা বলেন, “আমাকে দল থেকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আওয়ামী লীগের প্রভাবশালীদের পুনর্বাসনের জন্য আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করছি।”
উল্লেখ্য, গত ১১ জুন আনোয়ারুল ইসলাম জুম্মাকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় রাজশাহী জেলা বিএনপি।