July 13, 2025, 11:53 am
শিরোনাম :
সাবেক স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন “সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

রাজশাহীতে হারানো ৫৬টি মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে উদ্ধার হওয়া ৫৬টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম নিজ হাতে এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. শরিফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার বিভিন্ন থানায় ফোন হারিয়ে ৫৬ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল দক্ষতার সঙ্গে কাজ করে মোবাইল ফোনগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে — ভিভো ৬টি, স্যামসাং ১১টি, শাওমি ৫টি, রিয়েলমি ১৪টি, ইনফিনিক্স ৫টি, ওয়ালটন ৩টি, টেকনো ৩টি, ওপ্পো ৮টি এবং ওয়ানপ্লাস ১টি।

পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “আমরা চেষ্টা করেছি প্রতিটি ফোন তার প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিতে। এতে আমরা যেমন আনন্দিত, তেমনি অনুপ্রাণিত। ভবিষ্যতে এই ধরণের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালিত হবে বলে আমরা প্রত্যাশা করি।”

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ