August 8, 2025, 4:37 pm
শিরোনাম :
ট্রাভেল ব্যাগে মিলল অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ সাংবাদিক তুহিন হত্যার বিচার চেয়ে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভের সিদ্ধান্ত নিতে জরুরি সভা সাংবাদিকদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ গ্রহণে সারাদেশে প্রতিবাদের আহ্বান সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা গাজীপুরে সাংবাদিক হত্যা: জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও দ্রুত বিচারের দাবি চাঁদাবাজি নিয়ে বিকেলে লাইভ, রাতে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা গোদাগাড়ীতে ভেজাল সার বিক্রি করায় ব্যবসায়ীর কারাদণ্ড রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাউল শিল্পী ডালিমের মৃত্যু জ্ঞানপিঁড়ি গ্রন্থাগারের উদ্বোধন ও ভিক্ষুক পুনর্বাসনে মানবিক দৃষ্টান্ত নাচোলে জেলা প্রশাসকের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন : মিনু

স্টাফ রিপোর্টার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য বহুদলীয়গ ণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই গণতন্ত্র একদিন আবার সুপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শুক্রবার (তারিখ উল্লেখ করুন) বেলা ১১টায় রাজশাহীর শাহ মখদুম দরগা শরীফের সামনে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিনু বলেন, “যে যেভাবেই বলুক না কেনো, বাংলাদেশের মানুষ আজ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে নির্বাচন হবে। যদি আল্লাহ চান, শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা আবারো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমান আজকে যেভাবে দল পরিচালনা করছেন, তাতে বাংলাদেশের মানুষ আশাবাদী। তার নেতৃত্বেই শহীদ জিয়ার স্বপ্নের মতো একটি স্বনির্ভর, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি নজরুল ইসলাম খোকা। সঞ্চালনায় ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট।

এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন দিলদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ