July 13, 2025, 11:59 am
শিরোনাম :
সাবেক স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন “সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

রাজশাহীতে গরু নিলামে সাংবাদিকদের হেনস্তা

স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে গরু নিলামে সাংবাদিকদের হেনস্তা

রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দকৃত গরুর নিলামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন একাধিক সাংবাদিক। বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজশাহী মহানগরীর দাসপুকুর এলাকায় কাস্টমস কর্তৃপক্ষের নিলামস্থলে এ ঘটনা ঘটে।

বিজিবির সূত্রে জানা যায়, এর একদিন আগে, বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চোরাচালানবিরোধী অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ২২টি গরু ও ২টি নসিমন আটক করা হয়। রাজপাড়া থানা এলাকায় সীমান্ত পিলার ৬০/৫-এস থেকে প্রায় ৬.৫ কিলোমিটার ভেতরে এসব গরু আটক করা হয়। পরে কাস্টমসের মাধ্যমে গরুগুলো নিলামের জন্য দাসপুকুর এলাকায় আনা হয়।

নিলামের সংবাদ কাভার করতে গিয়ে প্রিয়জন টিভির ক্যামেরাপারসন মোঃ সালমান, নয়াদিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ তুহিন, এবং বাংলাদেশের খবর পত্রিকার রাজশাহী প্রতিনিধি মিখাইল সুরেনসহ আরও কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কিছু উৎশৃঙ্খল নেতা-কর্মী সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তা করেন।

এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ