রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক জব্দকৃত গরুর নিলামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন একাধিক সাংবাদিক। বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজশাহী মহানগরীর দাসপুকুর এলাকায় কাস্টমস কর্তৃপক্ষের নিলামস্থলে এ ঘটনা ঘটে।
বিজিবির সূত্রে জানা যায়, এর একদিন আগে, বুধবার (২১ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চোরাচালানবিরোধী অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ২২টি গরু ও ২টি নসিমন আটক করা হয়। রাজপাড়া থানা এলাকায় সীমান্ত পিলার ৬০/৫-এস থেকে প্রায় ৬.৫ কিলোমিটার ভেতরে এসব গরু আটক করা হয়। পরে কাস্টমসের মাধ্যমে গরুগুলো নিলামের জন্য দাসপুকুর এলাকায় আনা হয়।
নিলামের সংবাদ কাভার করতে গিয়ে প্রিয়জন টিভির ক্যামেরাপারসন মোঃ সালমান, নয়াদিগন্ত পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার মোঃ তুহিন, এবং বাংলাদেশের খবর পত্রিকার রাজশাহী প্রতিনিধি মিখাইল সুরেনসহ আরও কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কিছু উৎশৃঙ্খল নেতা-কর্মী সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিকভাবে হেনস্তা করেন।
এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।