আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করছে এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করবে না, বরং কেউ পুনর্বাসন করতে চাইলে তাদেরকেও প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের উদ্যোগে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ১৬ বছর যারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে সেই বিএনপি কখনোই আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না।
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলেই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।