রাজশাহীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) এবং মেহেরচন্ডী এলাকার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)। তারা দুজনই নগরীর খড়খড়ি উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী জানায়, নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারে মোটরসাইকেল গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে যায় নাহিয়ান ও পিয়াস। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মতিহার থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।