রাজশাহীর বাঘা উপজেলার মুর্শিদপুর গ্রামের রফিকুল ইসলাম হত্যা মামলার আসামি লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে (৩৩) ঢাকার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৫-এর রাজশাহী ও র্যাব-৪-এর সাভারের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
লতিফুল বাঘার মুর্শিদপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। বুধবার সকালে র্যাব-৫-এর জানায়, গত ১০ এপ্রিল বিকেলে উপজেলার চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মাঠে রফিকুল ইসলামকে কুপিয়ে আহত করেছিলেন লতিফুল। এতে রফিকুল নিহত হন।
র্যাব জানিয়েছে, ঘটনার দিন বিকেলে লতিফুলের ভুট্টাখেতে ঘাস কাটছিলেন রফিকুল। তা দেখে লতিফুল তাঁকে গালি দেন। এ সময় রফিকুল প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে লতিফুল তাঁর হাতে থাকা ধারালো হাঁসুয়া দিয়ে গিয়াসকে কুপিয়ে আহত করে চলে যান। পরে মাঠের পাহারাদার ভুট্টাখেতে রফিকুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।
র্যাব জানায়, মামলার পর থেকেই আসামি লতিফুল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পুলিশের পাশাপাশি ঘটনাটি ছয়াতদন্ত করছিল র্যাব। বাড়ানো হয়েছিল গোয়েন্দা নজরদারি। এরপর র্যাব-৫-এর রাজশাহী ও র্যাব-৪-এর সাভার ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে লতিফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।