July 18, 2025, 10:47 am
শিরোনাম :
বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাঘায় সংবাদ সম্মেলন ছাত্রজনতার অভ্যুত্থানের গল্পের নায়ক বর্ষণ আজ বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না রাজশাহী মহানগর সাবেক স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল গণঅভ্যুত্থানের ১২ মামলার চার্জশিট দিলো পুলিশ জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ভোলাহাটে জামায়াতের বর্ণাঢ্য রেলী, পথসভা ও লিফলেট বিতরণ! নাটোরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযান : ফিড মিল ও বেকারিকে জরিমানা তোমার পথ চেয়ে আছি বাবা, তুমি ফিরে এসো-একজন সন্তানের নিঃশব্দ আর্তনাদ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সেই যুবক রিমান্ডে

ঢাকা অফিস :
চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সেই যুবক রিমান্ডে

রাজধানী ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে চাঁদা আদায়ের ঘটনায় ভাইরাল হওয়া যুবক আশরাফুলকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডি থানা পুলিশ আশরাফুলকে আটক করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রাস্তার পাশে পার্কিং করা একটি প্রাইভেটকারের মালিকের কাছ থেকে চাঁদা আদায় করছেন। ওই সময় গাড়ির ভেতর থাকা ব্যক্তি যুবকের মাস্তানিসূলভ আচরণের প্রতিবাদ করলে তিনি বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?’এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী ওই যুবকের নাম জানতে চান। উত্তরে যুবক বলেন, ‘নাম দিয়ে কী হবে?’।

ভিডিওতে আরও দেখা যায় প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি। গাড়ির ভেতর থেকে ভিডিও করা হচ্ছে দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে। একটা চুলও বাকা করতে পারবা না। পরে যুবকটি সেখান থেকে চলে যান।

পুলিশ জানায়, আশরাফুল দীর্ঘদিন ধরে এ ধরনের চাঁদাবাজির সঙ্গে জড়িত। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক জনমনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে গত ১৫ এপ্রিল ধানমন্ডি থানার এসআই ইমরান হোসেন বাদী হয়ে আশরাফুলের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৬ ধারায় মামলা দায়ের করেন। জিজ্ঞাসাবাদে আশরাফুল ভিডিওর ঘটনাসহ চাঁদাবাজির বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ