নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা হাসান রেজাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৪এপ্রিল) রাত ১১টা ৩০ মিনিটে রাজশাহী মহানগরীর টিকাপাড়া ঈদগাহ এলাকা থেকে তাকে আটক করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ও দপ্তর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সৈকত পারভেজ। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
হাসান রেজা রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা এবং দুটি বিস্ফোরক মামলাসহ মোট চারটি মামলার অভিযোগ রয়েছে।
আটকের সময় তার ওপর কোনো ধরনের শারীরিক নির্যাতন বা হামলা চালানো হয়নি। আটক করার পরপরই তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকেই এই পদক্ষেপকে সাহসী ও সময়োপযোগী হিসেবে উল্লেখ করেছেন।