April 26, 2025, 11:48 am

রাজশাহীর যুবক ঢাকায় খুন

স্টাফ রিপোর্টার :
রাজশাহীর যুবক ঢাকায় খুন

ঢাকার কেরানীগঞ্জে বিপ্লব গাজী (৩৫) নামের এক যুবককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা ৬টায় বিপ্লবের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিপ্লব রাজশাহীর দুর্গাপুর উপজেলার আলীপুর মোল্লাপাড়া গ্রামের মৃত দেলোয়ার গাজীর ছেলে। তার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

 

জানা যায়, ঢাকায় বেক্সিমকো ফার্মা ওষুধ কম্পানির রিপ্রেজেন্টেটিভ পদে চাকরি করতেন বিপ্লব। পুরান ঢাকা এলাকায় ভাড়া বাসায় বিপ্লব একাই থাকতেন। রবিবার থেকে বিপ্লব নিখোঁজ ছিলেন। তার নিখোঁজের পর বেক্সিমকো ফার্মার কর্মকর্তারা বিপ্লবের খোঁজে গ্রামের বাড়িতে ফোন দেন।

তাতেও খোঁজ না মেলায় সোমবার সন্ধ্যায় বিপ্লবের ভাড়া বাসায় গিয়ে বাসার মালিকের কাছে বিপ্লবের খোঁজ জানতে চান। 

পরে বাসার মালিকসহ বিপ্লবের ফ্ল্যাটে গিয়ে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এতে তাদের সন্দেহ হলে স্থানীয় থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে গিয়ে তারা দেখেন বিপ্লবের নিথর দেহ।

 

নিহত বিপ্লব গাজীর মামাতো ভাই হাসান গাজী জানান, ৪-৫ বছর ধরে বেক্সিমকো ফার্মায় চাকরির সুবাদে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় থাকতেন বিপ্লব। অবিবাহিত বিপ্লব একাই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন।

নিহতের মামা জানান, খবর পেয়ে তার ভাগিনার মরদেহ নিতে বিপ্লবের ছোট ভাই ও তার দুই বন্ধু ঢাকায় গেছে। আইনি প্রক্রিয়া শেষে তারা মরদেহ নিয়ে বাড়িতে রওনা হবে।

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিপ্লব নামের ওই যুবককে ছুরিকাঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাকে খুন করার পর কম্বল দিয়ে তার শরীর ঢাকা ছিল। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তার শরীরে অসংখ্য ক্ষত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। নিহত বিপ্লবের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com