July 18, 2025, 10:33 am
শিরোনাম :
বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাঘায় সংবাদ সম্মেলন ছাত্রজনতার অভ্যুত্থানের গল্পের নায়ক বর্ষণ আজ বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না রাজশাহী মহানগর সাবেক স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল গণঅভ্যুত্থানের ১২ মামলার চার্জশিট দিলো পুলিশ জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ভোলাহাটে জামায়াতের বর্ণাঢ্য রেলী, পথসভা ও লিফলেট বিতরণ! নাটোরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযান : ফিড মিল ও বেকারিকে জরিমানা তোমার পথ চেয়ে আছি বাবা, তুমি ফিরে এসো-একজন সন্তানের নিঃশব্দ আর্তনাদ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র

স্টাপ রিপোর্টার :
রাজশাহীতে দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র

মহাবিপন্ন জলজ প্রাণী ঘড়িয়ালের সংরক্ষণে দেশে প্রথমবারের মতো চালু হলো প্রজনন কেন্দ্র। রাজশাহীর পবা নার্সারির একটি পুকুরে গড়ে তোলা হয়েছে এই কেন্দ্রটি, যা পরিচালিত হচ্ছে সামাজিক বন বিভাগের অধীনে।

মঙ্গলবার গাজীপুর সাফারি পার্ক থেকে এনে একটি পুরুষ ও একটি স্ত্রী ঘড়িয়াল অবমুক্ত করা হয় সেখানে। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী এ অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন।

তিনি বলেন, “নদী দূষণ, নাব্যতা হ্রাস, অতিরিক্ত মাছ আহরণ, অবৈধ শিকার ও খাদ্যের অভাবে ঘড়িয়াল প্রায় বিলুপ্তির পথে। এই প্রজনন কেন্দ্র ঘড়িয়াল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক ছানাউল্ল্যা পাটওয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ. এম সালেহ রেজা প্রমুখ।

ঘড়িয়াল (Gavialis gangeticus) একটি শান্ত স্বভাবের জলজ প্রাণী। এটি বাংলাদেশে “বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২” অনুসারে সংরক্ষিত এবং আন্তর্জাতিকভাবে সাইটিস-এর অ্যাপেন্ডিক্স-১ তালিকাভুক্ত একটি প্রাণী।

ঘড়িয়াল সংরক্ষণের চেষ্টা নতুন নয়। ২০১৭ সালে রাজশাহীর চিড়িয়াখানায় নেওয়া হয়েছিল প্রজননের উদ্যোগ, যেখানে ‘পদ্মা’ নামের একটি স্ত্রী ঘড়িয়ালের সঙ্গে ‘গড়াই’ নামের একটি পুরুষ ঘড়িয়ালকে জোড়া লাগানো হয়। তবে অনুপযোগী পরিবেশের কারণে প্রজনন সম্ভব হয়নি। এবার আইইউসিএন ও সামাজিক বন বিভাগের যৌথ প্রয়াসে তৈরি নতুন প্রজনন কেন্দ্র নিয়ে আশাবাদী প্রাণিবিজ্ঞানীরা।

বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ঘড়িয়াল আবার ফিরে আসতে পারে পদ্মা-মেঘনার প্রাকৃতিক পরিবেশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ