রাজশাহীর বাগমারায় সড়ক দুর্ঘটনায় এসএসসির ২৫ পরীক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা দুইটার দিকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সামনে। ঘটনার পর পরই স্থানীয় লোকজন আহত শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিকে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজে শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ শিক্ষককে পরিক্ষার দায়িত্ব থেকে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, শামসুল ইসলাস, মহব্বত আলী ও মুনছুর রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গনিপুর ইউনিয়নের আচিনঘাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে অর্ধশত এস,এস,সি পরীক্ষার্থী মঙ্গলবার সকাল ৯ টার দিকে একই উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা সবুজ সংঘের পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা শ্যালো ইঞ্জিনচালিত টিয়ারিং গাড়ীতে নিজ এলাকা আচিনঘাটে ফিরছিলেন।
গাড়ীটি ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সামনে আসলে চালক বাঁকে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার নীচে উল্টে যায়। ওই সময় গাড়ীর নীচে প্রায় অর্ধশত শিক্ষার্থী চাপা পড়ে। দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সেখানে শাকিব (১৫) ও মারফ (১৫) নামের দুই শিক্ষার্থীর অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়।
এ ব্যপারে যোগাযোগ করা হলে আচিনঘাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অধ্যক্ষ তোফায়েল আহম্মেদ বকুল বলেন, সড়ক দুর্ঘটনায় অর্ধশত শিক্ষার্থী আহত হলেও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। অপরদিকে ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজে এসএসসি (ভোক) গনিত পরিক্ষায় মঙ্গলবার তিন শিক্ষককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পরিক্ষার দায়িত্ব থেকে এক বছরের জন্য অব্যাহতি দেন উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম।