বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা ও চাঁদাবাজির ঘটনায় গত ১৪ই এপ্রিল ধুনট থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এতে মামলার প্রধান আসামি রাজ্জাকুল বিদ্যুৎ কে আটক করেছে ধুনট থানা পুলিশ।
মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ১৩ ই এপ্রিল আওয়ামী পন্থী আইনজীবী রাজ্জাকুল কবির বিদ্যুৎ (৪৫) ও তার স্ত্রী মোছা: ফৌজিয়া হক বিথীর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী রফিকুল ইসলাম শাহীনের নির্মাণাধীন বাড়িতে হামলা চালায় এবং চাঁদা দাবি করে কিন্ত চাঁদা না পেয়ে তারা বাড়ির মূল্যবান জিনিসপত্র লুটপাট করে এবং বাড়িতে বিছানার নিচে থাকা নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
এক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রাজ্জাকুল কবির বিদ্যুৎ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী এমপির সহায়তায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল, পতিত আওয়ামী সরকার পতনের পরেও তিনি দমে যাননি এবং তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।
ধুনট থানার ওসি সাইদুল আলমের সাথে যোগাযোগ করে জানা যায়, গত রাত্রে বেলকুচি গ্রামে বিদ্যুৎ বাহিনীকে ধরার জন্য অভিযান পরিচালনা করে ধুনট থানা পুলিশের একটা টীম এবং মূল আসামি রাজ্জাকুল কবির বিদ্যুৎ কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করতে সক্ষম হন তারা।