নিখোঁজ নারীর নাম মোসা: বুজেলা ওরফে বুজলু, বয়স আনুমানিক ৫৫-৬০ বছর। তার স্বামীর নাম শামসুদ্দিন হাজী।
পরিবারের সদস্যরা জানান, মোসা: বুজেলা দুইবার স্ট্রোক করেছিলেন এবং দীর্ঘদিন ধরে হালকা মানসিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি পরিবারের সদস্যদের বারবার বলছিলেন যে, ভাইয়ের বাসায় যাবেন।
আজ সকাল থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনের বাসায় খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কোনো আত্মীয়র বাসায় যাননি। এলাকার লোকজন জানান, সকালবেলা তাকে নৌকাযোগে নদী পার হতে দেখা গেছে, এরপর থেকেই তিনি নিখোঁজ।
পরিবারের সদস্যরা তার খোঁজে এলাকাজুড়ে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে চলছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা।
যদি কেউ তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে:
ছেলের মোবাইল নম্বর: ০১৮১১-৯৬৭২০৯
ভাইয়ের ছেলের মোবাইল নম্বর: ০১৭০১-০২৫২২৬
পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, কোনো সদয়বান ব্যক্তি যদি তাকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কিছু জানতে পারেন, তাহলে দয়া করে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো।