মামলার সূত্রে জানা যায়, যুবলীগ নেতা রাজ্জাকুল কবির বিদ্যুৎ,(৪৫) পিতা : রমজান আলী ও তার স্ত্রী ফৌজিয়া বিথী (৪০) স্বামী : রাজ্জাকুল কবির একাধিক মামলার আসামি। আনুমানিক গত রাত ১১ টার দিকে রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও তার স্ত্রী মহিলা লীগ নেত্রী বিথীর নেতৃত্বে ছাত্রলীগের কিছু ছেলেদের নিয়ে হত্যার উদ্দেশে অতর্কিত হামলা চালায় এবং বাড়ির ব্যবহৃত মোটর সাইকেল, রড ইত্যাদি চুড়ি করে নিয়ে যায়।
এজহার সুত্রে আর ও জানা যায়, হামলা চলাকালীন ৫ লক্ষ টাকা নগদ নিয়ে যায় দূবৃত্তরা।
এ ব্যাপারে রাজ্জাকুল কবির বিদ্যুৎ ও
ধুনট থানার ওসি সাইদুল আলমের মুঠোফোনে একাধিক বার যোগাযোগ চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।