July 18, 2025, 11:15 am
শিরোনাম :
বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাঘায় সংবাদ সম্মেলন ছাত্রজনতার অভ্যুত্থানের গল্পের নায়ক বর্ষণ আজ বাংলাদেশে আসছেন স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট হেফাজতকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না রাজশাহী মহানগর সাবেক স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল গণঅভ্যুত্থানের ১২ মামলার চার্জশিট দিলো পুলিশ জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ভোলাহাটে জামায়াতের বর্ণাঢ্য রেলী, পথসভা ও লিফলেট বিতরণ! নাটোরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযান : ফিড মিল ও বেকারিকে জরিমানা তোমার পথ চেয়ে আছি বাবা, তুমি ফিরে এসো-একজন সন্তানের নিঃশব্দ আর্তনাদ আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পবায় বিভিন্ন আয়োজনে বাংলা নববর্ষ বরণ

স্টাফ রিপোর্টার :

রাজশাহীর পবা উপজেলায় বিভিন্ন আয়োজনে হয়েছে বাংলা নববর্ষ বরণ। এবারের আয়োজনে অন্যান্য বছরের তুলনায় জনসমাগম হয়েছে চোখে ধরার মত। সোমবার সকাল থেকেই উপজেলা চত্তরে বর্ষবরণের নানা আয়োজন ছিল। বর্ষবরণ ও বিদায়ে দুইদিনের অনুষ্ঠানের আয়োজন করে তারা।

এদিন সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো গান পরিবেশনের মধ্যদিয়ে বাংলা নতুন বছরকে বরণের অনুষ্ঠান শুরু হয়। এরপর বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এই চত্বর ঘিরে বিভিন্ন গ্রামীণ সামগ্রীর স্টল দেয়া হয়।

মেলা উদ্বোধন শেষে গ্রাম বাংলার বাঙলা খাবার পান্তাভাতের আয়োজনে শরীক হন উপস্থিত আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। এছাড়াও ছিল আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতা। এরপর স্টল পরিদর্শন করেন কর্মকর্তা ও অতিথিবৃন্দ। এখান থেকে অতিথি ও কর্মকর্তাগণ মিলিত হন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে।

পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে ও বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের অনুষ্ঠান পরিচালনায় এসব অনুষ্ঠানে অতিথি থেকে উপস্থিত ছিলেন পবা সহকারি কমিশনার ভূমি জাহিদ হাসান, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম, যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, প্রধান শিক্ষক সামসদ্দীন প্রামানিক, শিক্ষক গোলাম মুর্তজা প্রমুখ।

তবে পবা উপজেলায় মেলাস্টলের আকর্ষন বাড়িয়ে দিয়েছিল সাপের খেলা। সাপুড়ে শহিদুল ইসলাম সাপের খেলা দেখিয়ে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন পূর্ণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ