April 21, 2025, 11:32 pm
শিরোনাম :
মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত জাতীয়ভাবে ন্যূনতম মজুরি ও শ্রম আইনকে ‘সার্বজনীন’ করার সুপারিশ প্রশাসন বিএনপির নিয়ন্ত্রণে— ‘অভিযোগকারী কি উপদেষ্টা থাকাকালে তাদের বসিয়েছেন?’ স্বর্ণের ভরি ছাড়ালো ১ লাখ ৭২ হাজার টাকা হৃদয়কে খেলাতে ডিপিএলের নিয়মই বদলে ফেললো বিসিবি! পুঠিয়ায় আ’গুনে বসতবাড়ি পুড়ে ছাই, ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা, ২৩ শিক্ষককে অব্যাহতি সমাজ থেকে বিভেদ দূর করতে একসাথে কাজ করার আহ্বান’ পারভেজ হত্যায় গ্রেফতার ৩ জনের ৭ দিনের রিমান্ড

নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় আকাশ-বাতাসসহ ৮ জন গ্রেফতার

নাটোর প্রতিনিধি :
নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় আকাশ-বাতাসসহ ৮ জন গ্রেফতার

নাটোরে আদালতের মালখানায় চুরির ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে তিন পরিচ্ছন্নতাকর্মী আকাশ, বাতাস ও বদু। আছেন একজন পুলিশ সদস্যও। সোমবার (১৪ এপ্রিল) তাদের গ্রেফতারের কথা জানায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতারের পর আকাশ, বাতাসসহ ৪ জনের পাঁচ দিন করে রিমান্ডও মঞ্জুর করেছেন আদালত।

গত বৃহস্পতিবার মালখানার তালা ভেঙে ৬১ লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ ভরি রূপা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর তদন্ত শুরু করে পুলিশ। সম্পৃক্ততা মেলে পুলিশ কনস্টেবল আল আমিন, পরিচ্ছন্নতা কর্মি বদু, আকাশ ও বাতাসের।

পরে রাজশাহীর নওহাটা এলাকায় আল আমিনের বাসায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

এরআগে অভিযান চালিয়ে মালখানা সংলগ্ন সার্কিট হাউজের ড্রেন থেকে ২৪ লাখ ৬৫ হাজার টাকা, স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com