নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে সংক্রান উৎসব, যার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল জলকেলি। রোববার (১৩ এপ্রিল) রাজধানী ব্যাংককের খাওসান সড়কে ঐতিহ্যবাহী উৎসবটি পালিত হয়। এতে স্থানীয়দের সাথে যোগ দিয়েছিলেন পর্যটকরাও।
থাইল্যান্ডে এখন তীব্র তাপপ্রবাহ চলছে। তবে এপ্রিলের এই তীব্র গরমও দমাতে পারেনি উৎসবে অংশগ্রহণকারীদের। চোখে মোটা গগলস আর হাতে গ্লাভস পরে প্রস্তত হয়েই সড়কে নামেন শত শত মানুষ। হাসি-আনন্দে মেতে ওঠেন বিভিন্ন বয়সের নারী-পুরুষ। ওয়াটার গান থেকে একে অপরকে ছুঁড়ে মারেন পানি। চারপাশে বাজতে থাকে বিভিন্ন বাদ্যযন্ত্র। এসময় বড়দের সাথে যোগ দিয়েছিল ছোটরাও।
থাইল্যান্ডের ঐতিহ্যবাহী এই জলকেলিকে সবচেয়ে বড় উৎসব ধরা হয়। স্থানীয়রা একে পরিশুদ্ধি ও নবায়নের প্রতীক হিসেবে বিশ্বাস করে থাকেন।