April 18, 2025, 1:25 am

আরএমপিতে “আর্থিক ব্যবস্থাপনার ক্রটি-বিচ্যুতি ও অনিয়ম দূরীকরণ” সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
আরএমপিতে “আর্থিক ব্যবস্থাপনার ক্রটি-বিচ্যুতি ও অনিয়ম দূরীকরণ” সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে আজ ১৩ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ, শনিবার সকাল ৯টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে “আর্থিক ব্যবস্থাপনার ক্রটি-বিচ্যুতি ও অনিয়ম দূরীকরণ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, বিপিএম এবং অতিরিক্ত ডিআইজি জনাবা কানিজ ফাতেমা। পুলিশ হেডকোয়ার্টার্সের অডিট শাখার আয়োজনে এ কর্মশালায় বক্তারা আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। এতে আরএমপিসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন পুলিশ ইউনিট থেকে মোট ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালাটি আর্থিক অনিয়ম প্রতিরোধ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com