April 26, 2025, 11:31 am

অসুস্থ বনির খোঁজ নিতে রামেক হাসপাতালে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা

স্টাফ রিপোর্টার :
অসুস্থ বনির খোঁজ নিতে রামেক হাসপাতালে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা

রাজশাহী মহানগর বিএনপির অন্যতম পরিচিত ও সক্রিয় সদস্য আরিফুল শেখ বনি শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বিএনপির এই নিবেদিতপ্রাণ কর্মীর অসুস্থতার খবর পেয়ে তাঁর পাশে দাঁড়াতে ছুটে যান রাজশাহী মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে হাসপাতালে উপস্থিত হয়ে আরিফুল শেখ বনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন মহানগর বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।

এ সময় তাঁদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি নিপু ভাই এবং ১২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব।

নেতৃবৃন্দ আরিফুল শেখ বনির চিকিৎসক দলের সঙ্গে কথা বলেন এবং সার্বিক চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তাঁরা বনির পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

বিএনপির নেতারা জানান, আরিফুল শেখ বনি দলীয় রাজনীতিতে নিষ্ঠাবান, সৎ ও সাহসী একজন কর্মী। তাঁর মতো নিবেদিত প্রাণ কর্মীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আগামী কয়েক দিনের মধ্যে মহানগর বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হবে বলেও জানান তাঁরা।

অসুস্থ আরিফুল শেখ বনির পাশে দাঁড়ানোয় দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক আবেগ ও সম্মানবোধ তৈরি হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, নেতৃবৃন্দের এই উপস্থিতি বনির পরিবারকেও মানসিকভাবে সাহস ও শক্তি জুগিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com