জয়পুরহাটের কালাই উপজেলায় মাছ মারতে নেমে মনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্বপাড়া গ্রামের দামপাড়া নামক একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মনোয়ার পূর্বপাড়া গ্রামের মৃত আফতাব আলীর ছেলে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
মনোয়ারের স্বজন ও স্থানীয়দের বরাতে কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, শুক্রবার সকালে এলাকার কয়েকজনের সঙ্গে মাছ ধরতে পুকুরে নামেন মনোয়ার। মাছ ধরা শেষ হলে বাকিরা উঠে গেলেও তিনি পুকুরেই ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে মনোয়ারের নিথর দেহ পুকুরের ভাসতে দেখে স্থানীয়রা। পরে বিষয়টি জেনে মনোয়ারের স্বজনরা পুলিশে খবর দেয়। স্থানীয়দের সহায়তার পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওসি জাহিদ হোসেন বলেন, ‘স্বজন ও স্থানীয়দের আপত্তির মুখে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’