July 13, 2025, 11:38 am
শিরোনাম :
“সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা ‘আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে’

দেশে ফিরেই মিরপুরে চলে গেলেন তামিম

স্পোর্টস ডেস্ক :
দেশে ফিরেই মিরপুরে চলে গেলেন তামিম

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তামিম ইকবাল। সে পর্ব শেষ করে আজ তিনি ফিরে এসেছেন দেশে। তবে এসেই কালবিলম্ব না করে তিনি চলে এসেছেন মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

মিরপুরে তখন চলছে আবাহনীর বিপক্ষে মোহামেডানের লড়াই। এই মোহামেডানের হয়ে খেলার সময়েই গত ২৪ মার্চ হার্ট অ্যাটাকের কবলে পড়েন তামিম।

তবে তিনি আজ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজ দলের লড়াই দেখতে মিরপুরে আসেননি। সিঙ্গাপুর থেকে তিনি ঢাকায় ফিরে কথা বলতে চেয়েছেন বিসিবির ডাক্তারের সঙ্গে। সে কারণেই মিরপুরে আসা।

গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে অল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাক করেন মোহামেডান অধিনায়ক তামিম। তাকে তৎক্ষণাৎ সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে এনজিওগ্রামের মাধ্যমে ধরা পড়ে তার এক শিরায় শতভাগ ব্লক। তাৎক্ষণিকভাবে সেই ব্লক করা রক্তনালীতে স্টেন্ট পরানো হয়।

পরে ২৮ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তামিমকে। চিকিৎসকদের পরামর্শে তখনই জানানো হয়েছিল, ঝুঁকিমুক্ত হলেও তার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন হতে পারে। সে ধারাবাহিকতায় এবার তাকে সিঙ্গাপুর নেওয়া হয় গত ৭ এপ্রিল, সোমবার। তা শেষে আজ তিনি দেশে ফিরে এসেছেন।

এর আগে তামিমের চাচা তথা সাবেক অধিনায়ক আকরাম খান সাংবাদিকদেরকে তার অবস্থার কথা জানিয়ে বলেন, ‘সিঙ্গাপুরে গিয়ে ওর চেকআপ করা হয়েছে। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় সবকিছু ঠিক আছে। আপনারা দোয়া করবেন।’ তামিম আজ সশরীরে মিরপুরে হাজির হয়ে জানান দিলেন, তিনি এখন সুস্থই আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ