April 18, 2025, 12:03 am

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ

ঢাকা অফিস:
চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি করা আনন্দ শোভাযাত্রার প্রধান প্রতীক ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ মোটিফটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় আরেকটি মোটিফ ‘শান্তির পায়রা’ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার (১২ এপ্রিল) ভোরে ঘটনাটি ঘটে। তবে, কিছুটা ব্যাঘাত ঘটলেও আনন্দ শোভাযাত্রার জন্য নেয়া প্রস্তুতি কমবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর সাড়ে চারটার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়। তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল।

তিনি বলেন, এর কিছু সময় পরেই যে জায়গাতে শেখ হাসিনার মোটিফটি ছিল, সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হলেও শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিফটি সম্পূর্ণ পুড়ে যায়।

এটা একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’। এটির উচ্চতা ২০ ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। অনেকেই এটিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন।

উল্লেখ্য, এবার থেকে বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম আর থাকছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে রাজধানীতে বাংলা নববর্ষের এবারের শোভাযাত্রার নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com