রাজশাহীর বাঘা উপজেলার চর কালিদাশখালী গ্রামে ভুট্টাখেত থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ফজল শেখের ছেলে। পেশায় কৃষক শফিকুলের রয়েছে এক ছেলে (৪) ও এক কন্যাসন্তান (১)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে গবাদিপশুর জন্য ঘাস কাটতে যান শফিকুল। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মাঠ পাহারাদার হাবলু রক্তাক্ত অবস্থায় শফিকুলকে পড়ে থাকতে দেখে তাঁর ভাগনে আবদুল হালিমকে খবর দেন। আহত অবস্থায় উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, হত্যার কারণ উদঘাটন ও অপরাধী শনাক্তে পুলিশ কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।