June 13, 2025, 10:19 pm
শিরোনাম :
রাজশাহীতে হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯ রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে : প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিএনপি নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ বাগমারায় বারনই নদী থেকে যুবকের লাশ উদ্ধার ভারতে বিমান দুর্ঘটনা, মরদেহ বুঝে নিতে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা বিদেশিনীর সঙ্গে শিল্পার ঝগড়ার ভিডিও ভাইরাল, জানা গেলো কারণ আমে এবার ‘ঢলন’ প্রথা বাতিল, কেজি প্রতি কমিশন দেশের সংকট নিরসনে ওয়ান টু ওয়ান মিটিং এর দিকে জাতি তাকিয়ে : বিএনপি নেতা মিলন ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক দুপুরে

‘সাধারণ মানুষ চায় বর্তমান সরকার আরও ৫ বছর থাকুক’

ঢাকা অফিস:

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাধারণ জনগণ বর্তমান সরকারকে আরও ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। ভবিষ্যতে তা আরও জোরদার করা হবে। অস্ত্রের অপব্যবহার রোধে পুলিশের বিশেষ নজরদারি থাকবে এবং পরিস্থিতি অবনতি ঘটাতে চাওয়া চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সরকারি সমর্থনের বিষয়ে তিনি জানান, “সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা ও সমর্থন বেড়েছে। তারা চান বর্তমান সরকার আরও অন্তত ৫ বছর দেশ পরিচালনা করুক।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “ভারতের সঙ্গে একটি চুক্তি রয়েছে, যার আওতায় কিছু অপরাধীকে হস্তান্তরের ব্যবস্থা করা সম্ভব। এই প্রক্রিয়া এখনও চলমান। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কোনো আশঙ্কা নেই।”

কৃষিখাত নিয়ে বক্তব্যে উপদেষ্টা বলেন, “এবার সুনামগঞ্জে ভালো ফসল হয়েছে। তবে কিছু জমি এখনো পতিত রয়েছে। এসব জমি চাষের আওতায় আনতে প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।”

থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা এবং ওসি আকরাম আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ