গতকাল ০৯ এপ্রিল ২০২৫ ইং জাতীয় প্রেসক্লাব চত্বরে ভাসানী অনুসারী পরিষদ (ভাসানী জনশক্তি পার্টি) কর্তৃক আয়োজিত “ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বর গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে ভাসানী অনুসারী পরিষদ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম বাবলু সভাপতিরবক্তব্যে বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা, গনহত্যা, লুটপাট এবং দখল দারিত্ব অবিলম্বে বন্ধ করতে হবে। সেখানে শিশুদের সহ সকল মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে সেটি ভয়াবহ, অকল্পনীয়, অগ্রহণযোগ্য। আমি আমেরিকা সহ বিশ্ব নেতৃত্বকে অনুরোধ করবো এখনই দখলদার ইসরায়েল কে এ হামলা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করেন। তাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করেন। বাংলাদেশের মানুষ সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে। সরকারের উচিৎ ফিলিস্তিনের জনগণের জন্য অর্থ সহায়তা, খাদ্য সহায়তা এবং চিকিৎসা সহায়তা পাঠানো।বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলকে ফিলিস্তিন এর উপর হামলা বন্ধ করতেই হবে। সদস্য সচিব ডঃ আবু ইউসুফ সেলিম বলেন সৌদি আরব সহ সকল মুসলিম বিশ্বকে ইজরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে অন্যথায় রোজ হাশরের মাঠে মহান রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। তিনি আরো বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডঃ ইউনুস ফিলিস্তিনিদের স্বার্থে যেকোনো পদক্ষেপ নিলে ভাসানী অনুসারী পরিষদ তাকে সমর্থন দিয়ে যাবে
সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবদুল কাদের বলেন, হাজার হাজার ফিলিস্তিনের জনগনকে হত্যা করেছে জুলুমবাজ ইসরায়েল, কিন্তুু আমেরিকা, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল সহ সকল মানবাধিকার সংস্থা মুখ বন্ধ করে বসে আছে? কেন? ফিলিস্তিনের জনগন কি মানুষ না? তাদের বাচাঁর অধিকার নাই? আমরা মানবতার পক্ষে। সারা পৃথিবীতে কোন মানুষ অন্যায়ভাবে হত্যা হোক সেটি কখনও কাম্য না। আর মুসলিম হিসেবে ইসরায়েলের গনহত্যা কোনভাবে আমরা মানতে পারি না। পৃথিবীতে ২০০ কোটি মুসলিম, ৫৭ টা মুসলিম রাষ্ট্র, এতো এতো পারমাণবিক অস্ত্র কিন্তু আমরা ফিলিস্তিনের জনগনকে শেষ হয়ে যেতে দেখছি! ফিলিস্তিনের ভূখণ্ড দখল হয়ে যেতে দেখছি! এভাবে যদি আমরা মুসলিম ভাই-বোনের প্রয়োজনে দূরে থাকি তাহলে সকল মুসলিম রাষ্ট্র একদিন শেষ হয়ে যাবো। উঠে দাড়াও মুসলিম, পাশে দাঁড়াও অসহায় ভাইবোনের। অবিলম্বে জাতিসংঘকে ফিলিস্তিনের জনগণের পাশে দাড়াতে অনুরোধ করেন।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম আহবায়ক পারভীন নাসের ভাসানী, রফিকুল ইসলাম খান রনো,মোহাম্মদ জামিল আহমেদ, আরিফ আহমেদ, এ্যাড জসিম উদ্দিন, যুগ্ম সদস্য সচিব প্রফেসর হারুন অর রশিদ, যুব পরিষদ এর আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান, নারী পরিষদের আহবায়ক সোনিয়া আক্তার প্রমুখ।
বার্তা প্রেরক
ড. আবু ইউসুফ সেলিম
সদস্য সচিব
০১৭১৭৬৭২৮৭৪