July 13, 2025, 10:33 am
শিরোনাম :
“সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা ‘আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে’

রাজশাহী কলেজে উড়ছে ফিলিস্তিনের জাতীয় পতাকা

স্টাফ রিপোর্টার :
রাজশাহী কলেজে উড়ছে ফিলিস্তিনের জাতীয় পতাকা

ফিলিস্তিনে হামলা বন্ধ, স্বাধীন রাষ্ট্র ঘোষণা, ইজরাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার এবং বিশ্বনেতাদের এক হয়ে যুদ্ধ বন্ধের দাবিতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচী পালন করেছে রাজশাহী কলেজ ছাত্রশিবির শাখার নেতাকর্মীরা।
বুধবার (৯ এপ্রিল) দুপুর পোনে ১২টায় রাজশাহী কলেজের ছাদে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন এবং তা নাড়িয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন তারা।
এসময় অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, ইজরাইল পন্য বয়কট করার কর্মসূচী তারা চালিয়ে যাচ্ছেন তবে এই ইস্যুতে বিক্ষুব্ধ জনতার যে দোকান পাট ভাংচুরের ঘটনা তার নিন্দা জানিয়ে তারা বলেন, ইসলাম কোন ভাবেই ধ্বংসাত্বক কর্মসূচী সমর্থন করেনা। তাই সকলের প্রতি তারা ভংচুর বন্ধের আহবান জানিয়েছেন। কর্মসূচীতে শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইজরাইল সেনাদের বিচার দাবি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম। শিবিরের রাজশাহী কলেজ সাধারণ মো: মোসারফ হোসেন। রাজশাহী কলেজ সাহিত্য প্রকাশক সম্পাদক হাফেজ আসমাউল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ