April 18, 2025, 1:14 am

রাজশাহীতে পেশকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন নাজির, দুদকের অনুসন্ধান শুরু

স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে পেশকারের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন নাজির, দুদকের অনুসন্ধান শুরু

রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বেঞ্চ সহকারী মোঃ নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন মামলায় বিচার প্রার্থীদের কাছে ঘুষ গ্রহণের অভিযোগে রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আজ ০৯ এপ্রিল বুধবার একই আদালতের নাজির মোঃ মোশারফ হোসেন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই অভিযোগ দায়ের করা হয়। তবে বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ হওয়ায় এর অনুসন্ধান কার্যক্রম দুদকের মাধ্যমে পরিচালিত হবে।

অভিযোগের বিবরণ থেকে জানা যায়, অভিযোগকারী গত ০৮/০৪/২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ১০:১৫ ঘটিকায় নেজারত বিভাগে থাকাকালে ইলেক্ট্রনিক মিডিয়া SANGBAD24GHANTA এর প্রচারিত ভিডিও ক্লিপ মারফত জানতে পারেন যে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, রাজশাহী-এর অধীনস্থ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-৩ এর বেঞ্চ সহকারী অভিযুক্ত মোঃ নজরুল ইসলাম বিভিন্ন মামলায় জামিনপ্রাপ্ত ০৪ (চার) জন আসামীর পক্ষে বেলবন্ড দাখিলের সময় নগদ ৪০০/-(চারশত) টাকা ঘুষ গ্রহণ করিয়াছেন এবং একই তারিখ অনলাইন sangbad24ghanta.com পত্রিকায় প্রকাশিত সংবাদে আরো গোচরীভূত হয়েছেন যে, তিনি বিভিন্ন মামলায় জামিন প্রাপ্ত আসামীদের পক্ষে বেলবন্ড দাখিলের সময় নগদ অর্থ দাবি, এজলাসে নথী উপস্থাপনের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক উপায়ে নথি উপস্থাপন না করে স্বেচ্ছাচারিতা অবলম্বন, জাবেদা নকলের জন্য সংশ্লিষ্ট নথি নকলখানায় প্রেরনের ক্ষেত্রে অর্থ দাবি ও আদায় ইত্যাদি কার্যের মাধ্যমে অবৈধভাবে প্রতি মাসে লক্ষাধিক টাকা আয় করেন।

আদালত সুত্র থেকে জানা যায়, এই অভিযোগের পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত বেঞ্চ সহকারীকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com