পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ শেষে নারায়ণগঞ্জ বন্দরে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জনকল্যাণ সচিব ও সাহসী সাংবাদিক মোঃ রাসেল ইসলাম জীবনের উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটি।
জানা যায়, ঈদের দিন নামাজ শেষে সাংবাদিক রাসেল ইসলাম জীবনকে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী ক্যাডার বাহিনী ঘিরে ধরে প্রাণনাশের উদ্দেশ্যে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে রাসেল ইসলাম জীবনের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে। একইসঙ্গে এ বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে।
রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন বলেন,
“একজন নির্ভীক ও নিষ্ঠাবান সাংবাদিকের উপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি সাংবাদিকতা ও মুক্ত মত প্রকাশের উপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।”