July 13, 2025, 11:36 am
শিরোনাম :
“সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা ‘আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে’

‎বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

‎আবুল হাশেম :
‎বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 ভোক্তাদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় অনুষ্ঠিত হলো “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায়  উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মি আক্তার।
‎সেমিনারে আরও উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুরজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সফিউল্লাহ সুলতান, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ আল মামুন, বাঘা পৌর জামায়াতের আমির সাইফুল ইসলাম,বাঘা বাজার কমিটির সভাপতি এছা,বাঘা পুরাতন দোকান কমিটির সভাপতি জহুরুল হক টনিজ, গণমাধ্যমে কর্মী ,বিভিন্ন বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ্র।
‎আলোচনায় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই আইন বাস্তবায়নে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
‎সেমিনারে অংশগ্রহণকারীরা ভোক্তা অধিকার বিষয়ে বিভিন্ন মতামত দেন এবং বাজারে ন্যায্য মূল্যে পণ্য পাওয়া, ভেজাল রোধসহ আইন প্রয়োগে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ