নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে সহোদর ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে তাদের মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তারা হলেন—পূর্ববাড়ি গ্রামের তোফাজ্জ্বল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৬) ও তোফাজ্জ্বল হোসেনের মেয়ে রেজিয়া খাতুন (৫৭)। তবে তাৎক্ষণিকভাবে এই দুই ভাইবোনের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে পোরশা থানার উপপরিদর্শক মাহবুব আলম জানান, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন নুর মোহাম্মদ ও রেজিয়া খাতুন। গত ৪ এপ্রিল রাতের পর তাদেরকে কেউ দেখতে পাননি। গতরাতে ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোতে থাকলে গ্রামবাসী থানায় খবর দেন। খবর পেয়ে আজ সকালে ওই বাড়িতে গিয়ে বাড়ির প্রধান দরজায় লাগানো তালা ভেঙে পাশাপাশি ঘরে থাকা প্রায় অর্ধগলিত মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পোরশা থানার সাব ইন্সপেক্টর মাহবুব আলম আরও জানান, ভাইবোনের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তাদেরকে হত্যা করা হয়েছে, নাকি ভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এসআই মাহবুব আলম।