রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত বড়গাছী বিলে এ অভিযান পরিচালনা করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ।
অভিযানে ফসলি জমিতে খননকাজে ব্যবহৃত ৫টি ট্রাক্টর ও ৩টি স্কেভেটর অকেজো করে দেওয়া হয়।
জানা গেছে, এলাকার সচেতন কৃষক মুর্তুজা আহমেদ পুকুর খননের কারণে জমির উর্বরতা হ্রাস ও কৃষিকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। তার আবেদনের প্রেক্ষিতেই প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত করে দেখা যায় যে, তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন চলছে। অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে খনন কাজে ব্যবহৃত ট্রাক্টর ও স্কেভেটর ফেলে পালিয়ে যায়। পরে সেগুলো অকেজো করে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম, বিআরডিবি কর্মকর্তা সামশুন্নাহার ও আরএমপি’র পবা থানা পুলিশের একটি দল।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, “ফসলি জমিতে কোনো অবস্থাতেই পুকুর খনন করতে দেওয়া হবে না। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। এ বিষয়ে স্থানীয়দের সচেতন থাকতে হবে এবং পুকুর খননের মতো কার্যকলাপের তথ্য দ্রুত প্রশাসনকে জানাতে হবে।”
তিনি আরও জানান, অবৈধভাবে পুকুর খননের মাধ্যমে মাটি পরিবহন বন্ধ না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।