July 13, 2025, 10:38 am
শিরোনাম :
“সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা ‘আমাদের গল্প এখন বিশ্বজুড়ে শোনা যাচ্ছে’

গাজায় হামলার প্রতিবাদে রাবি প্রশাসনের সমাবেশ

রাবি প্রতিনিধি :
গাজায় হামলার প্রতিবাদে রাবি প্রশাসনের সমাবেশ

গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে সিনেট ভবনের কাছে প্যারিস রোডে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সমাবেশে অংশগ্রহণ করেন। একই সঙ্গে ৩০টির অধিক বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতিবাদ জানায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের সাবেক ডীন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ফজলুল হক। তিনি বলেন, ১৯১৭ সালের চুক্তির মাধ্যমে ইহুদিদের জন্য একটি ছোট রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। আজ তারা গাজাবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমাদের আওয়াজ তুলতে হবে ‘আর নয় প্রতিবাদ, এবার হোক প্রতিশোধ’। এ প্রতিশোধ হবে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, গাজাবাসীর কী অপরাধ? কেন তাদের উপর অত্যাচার করা হচ্ছে? হত্যা করা হচ্ছে। পৃথিবীর কোন যুদ্ধ নীতিতে শিশু, অসহায় নারী, বৃদ্ধদের উপর হামলা করার নিয়ম নেই। পৃথিবীর এ সকল নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি স্বাধীন রাষ্ট্রকে ধ্বংস করে দেয়া হচ্ছে। এটা কি এজন্যই যে তারা মুসলমান। আজ বিশ্ব বিবেক, জাতিসংঘ, ওআইসি কোথায়? এগুলো হওয়ার কারণ, আজ মুসলিম সম্প্রদায় বিভক্ত। তাই মুসলিমদের হত্যা করার সাহস পাচ্ছে। মুসলিম বিশ্ব এক হতে না পারলে একে একে গাজাবাসী, মিশর, জর্ডান, মিশর, সৌদি আরব, ইরান একে একে সবাই ধ্বংস হবে।

আমেরিকার প্রেসিডেন্টকে ‘ডেভিল ট্রাম্প’ সম্বোধন করে উপ-উপাচার্য অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান (শিক্ষা) বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতায় আসার পর ইসরায়েলের নির্যাতন আরও বেড়েছে। আমেরিকার পণ্য বয়কট করা উচিত। যদি আমরা তা না করি, এ গণহত্যা থামবে না।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, এটি শুধু বাংলাদেশের দায়িত্ব নয়, সারা বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। আপনাদের ইতিহাস জানতেই হবে, যোগ্য হয়ে উঠতে হবে, যাতে আমরা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারি।

সমাবেশে আরও বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আরবি বিভাগের অধ্যপক ইফতেখারুল ইসলাম মাসুদ, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিভাগের অধ্যাপক মোছা. ইসমত আরা বেগম, এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ফরিদুল ইসলাম, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তা। এছাড়াও আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার মো. আবৃদুল মালেক, দর্শন বিভাগের শিক্ষার্থী মাছুম বিল্লাহ। মাবেশে দুই হাজারের বেশি লোক অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ