April 26, 2025, 12:34 pm

বাগমারার ২ খুনের মামলায় আসামি ১২০০

বাগমারা প্রতিনিধি :
বাগমারার ২ খুনের মামলায় আসামি ১২০০

রাজশাহীর বাগমারা উপজেলার রণশিবাজার এলাকায় মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাতে হত্যা এবং উত্তেজিত জনতার হাতে অভিযুক্ত আমিনুল ইসলাম গণপিটুনিতে নিহত ও পুলিশের উপর হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে। শনিবার রাতে বাগমারায় থানায় দায়ের করা পৃথক দুইটি মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ১২০০ জনকে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানায়, গণপিটুনিতে আমিনুল নিহত ও পুলিশকে আহতের ঘটনায় বাগমারা থানার এসআই আব্দুল গনি চৌধুরী বাদি হয়ে একটি মামলা করেছেন। অপর আরেকটি মামলা করেছেন নিহত মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ভাই একরাম প্রামাণিক।

তিনি বলেন, মামলা দুইটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মব জাস্টিসে কারও ইন্ধন ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ীকে চুরিকাঘাতে হত্যার ঘটনা, পুলিশ সদস্যদের ওপরে চড়াও সার্বিক বিষয় মাথায় রেখেই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রণশিবাজার এলাকায় আমিনুল ইসলাম মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করে আমিনুল ইসলাম। এসময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাগমারা থান পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু এর কিছুক্ষণ পর উত্তেজিত জনতা বাজারে এসে আমিনুলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে। এ ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত এবং চারজন লাঞ্ছিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com