রাজশাহীর পবা উপজেলার মারিয়া এলাকায় কয়েল থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাড়িতে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে। আগুনে দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং গবাদি পশুসহ মূল্যবান মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।