আজ ৫ এপ্রিল সকাল ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি নগরীর কাশিয়াডাঙ্গা চেকপোস্ট, পবা থানা চেকপোস্ট ও বেলপুকুর চেকপোস্ট ঘুরে দেখেন এবং সেখানে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার চেকপোস্টসমূহে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন তল্লাশি কার্যক্রম এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এসময় পুলিশ কমিশনার চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব এবং সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।