July 13, 2025, 11:58 am
শিরোনাম :
সাবেক স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন “সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত মন্ডুমালায় জমি দখল কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

রাজশাহীতে অতিরিক্ত ভাড়া আদায়, হানিফকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :

ঈদ-পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহীর শিবপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে এ অভিযান পরিচালিত হয়। বিআরটিএ’র রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টিকিটের গায়ে ৮২০ টাকা লেখা থাকলেও নন-এসি বাসের ভাড়া নির্ধারিত রয়েছে ৬৯০ টাকা। অথচ অনেক যাত্রীর কাছ থেকে ৯০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে।’

এ বিষয়ে হানিফ পরিবহনের কাউন্টারে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন।

ভ্রাম্যমাণ আদালত সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩৪ ও ১০২ ধারায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনের চারটি গাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করে। এর আগে, ভাড়ার তালিকা প্রকাশ না করা ও অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছিল।

এছাড়াও, মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় কাগজপত্র যাচাইসহ বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিআরটিএ’র কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ