নাটোরের লালপুরে নিজের ছেলে ও ছেলের বউকে ঘরে আটকে রেখে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন উপজেলার মোহরকয়া থান্ডারপাড়া গ্রামের মৃত তফেরউদ্দিনের ছেলে নেশাগ্রস্ত মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম (৫০)। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে থান্ডারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তার ছেলে মোঃ আশিক ইকবাল (২০) বলেন, কয়েকদিন থেকে নেশার টাকা না দেওয়ায় আমার মা ও আমার সাথে আব্বার ঝগড়া বাধে। বুধবার আমার মা রাগ করে নানার বাড়িতে চলে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আমি ও আমার স্ত্রী ঘরে ভাত খাওয়ার সময় ঘরের দরজার শিকল আটকিয়ে দোকান থেকে আনা পেট্রোল ঢেলে ঘরে আগুন লাগিয়ে দেয় (বাবা)। এ সময় ঘরের আসবাবপত্র, দলিল, সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স সহ চার লাখ টাকা মূল্যের বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায় বলে জানান তিনি। পরে ফায়ার সার্ভিস এলাকবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ সময় মাদক ব্যবসায়ী আমিনুলকে এলাকাবাসী গণধোলাই দেয়। পরে ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে নিশ্চিত করেছেন লালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা এ কে এম লতিফুল বারী। আমিনুলের ছেলে আশিক ও স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) বলেন, দীর্ঘদিন ধরে আমিনুল মাদকাসক্ত এবং মাদক ব্যবসায় জড়িত। বর্তমানে তার বিরুদ্ধে ৫টি মাদক মামলার মধ্যে ৩টি চলমান রয়েছে। ইতিমধ্যে সে অধিক বার মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়েছে।
গতকাল (৩ এপ্রিল) রাতে থানায় তার বিরুদ্ধে ঘরে আগুন লাগানো ও মাদকের কারবার নিয়ে অভিযোগ জানালেও পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। তারা কোন ব্যবস্থা গ্রহণ না করে তাকে ছেড়ে দিয়েছে। বর্তমানে আমরা জানামাল ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আতঙ্কিত রয়েছি। যে কোন সময় সে অঘটন ঘটাতে পারে। আমরা দ্রুত তাকে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, চিকিৎসার জন্য আমিনুলকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। তার বিরুদ্ধে মাদক মামলা ও বহুবার পুলিশের হাতে আটক হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।