লন্ডনে ঈদ উদযাপন করছেন বিএনপির দুই শীর্ষ নেতা। দীর্ঘ আট বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাছে পেলেন তার পরিবারের সদস্যদের। ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনীকে নিয়ে এবারের ঈদ যেন বেগম খালেদা জিয়ার কাছে বিশেষ কিছু। এদিকে, লন্ডনে স্থানীয় নেতাকর্মীদের সাথে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাছে এবারের ঈদ যেন নিয়ে এসেছে খুশীর আমেজ। বিগত বছরগুলোতে তিনি মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন। অসুস্থ থেকেও উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্ত হয়ে জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। সাত বছর পর দেখা হয় বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। পরিবারের সদস্যদের সদস্যদের নিয়েই এবার ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপার্সন।
লন্ডনের কিংসটন এলাকায় ঈদের নামাজ আদায় করেছেন তারেক রহমান।
লন্ডনের কিংসটন এলাকায় ঈদের নামাজে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পশ্চিম লন্ডনের সর্ববৃহৎ এই খোলার মাঠে তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
রোববার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছার তথ্য জানান।