April 18, 2025, 1:39 am

রাজশাহীতে চাঁদা না পেয়ে বসতবাড়ীতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার :
রাজশাহীতে চাঁদা না পেয়ে বসতবাড়ীতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ

রাজশাহীতে এক ব্যক্তির কাছে ৫ লক্ষ টাকা দাবি করা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বড়বনগ্রাম রায়পাড়ার আয়নুল ও তার ৩ সন্তান মানিক, রতন ও আকাশের বিরুদ্ধে। একই এলাকার মাছ চাষি সুমন এ অভিযোগ করেন। এ ঘটনায় শাহমখদুম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত আনুমানিক ৭টার দিকে নগরীর বড়বনগ্রাম রায়পাড়ায় এ ঘটনা ঘটে। হামলার সময় স্থানীয়দের বাধায় ঘটনার সাথে জড়িতরা ঘটনাস্থল হতে সটকে পড়েন৷ জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ গিয়ে হামলার শিকার ওই পরিবারকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। পরে নগরীর শাহ্-মুখদুম থানায় মাছ চাষি সুমন (৩৫) বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আয়নুল ও তার ৩ ছেলে সহ বেশ কয়েকজন লোক ধারালো দেশী অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রায়পাড়া এলাকায় মাছ চাষি সুমনের বসতবাড়ির প্রবেশ দরজায় গিয়ে ৫ লক্ষ টাকা দাবী করে৷ আগামী দুই দিনের ভেরত ৫ লক্ষ টাকা না পেলে সুমনের প্রাননাশের হুমকি দেন হামকারীরা। পরে, সুমনকে বাসায় পাওয়া না গেলে তারা বাসাটির প্রবেশ দরজাটি দেশীয় অস্ত্র, ইট ও লাঠির আঘাতে ভেঙ্গে ফেলে। একদিকে রমজান মাস ও অন্যদিকে এসময় এশার নামাজ চলছিলো৷ তবুও স্থানীয় কয়েকজন হট্টগোল ও গেট ভাঙ্গার শব্দ শুনে বাইরে আসতেই হামলাকারীরা সটকে পড়েন। এরপর, পুলিশ ঘটনাস্থলে আসলে ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

হামলার শিকার মাছ চাষি সুমন (৩৫)  বলেন, ব্যবসায়ী সূত্রে আমার সকল শ্রেনী পেশার মানুষের সাথে চলাফেরা। আমি একজন ব্যবসায়ী আমি কোনো রাজনীতির সাথে জড়িত নই৷
দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপির মতো রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে একদল অসাধু চক্র আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদাদাবী করে৷ তারা একই এলাকার হওয়ায় আমি তাদেরকে বেশ আগে থেকেই পরিচিত। আমি এই এলাকাতেই একটি বিলে মাছ চাষ করি। হামলাকারী কয়েকদিন থেকে বলে, “এই এলাকায় ব্যবসা করতে হলে চাঁদা দিয়ে করতে হবে। আগামী ২৭ রমজানের মধ্যে ৫ লক্ষ টাকা চাদা দিতে না পারলে ক্ষতি হয়ে যাবে।”

তিনি আরো বলেন, “আমি (সুমন) বিষয়টি গুরুত্ব দেয় না৷ তবে, গতকাল আমার বাসায় তারা কয়েকজনের দলবল নিয়ে এসে হামলা চালায় এবং আবারো বিপুল অংকের চাঁদাদাবী করে। আমি সে সময় মসজিদে নামাজ পড়ছিলাম। বাসায় আমার মা, স্ত্রী ও ভাবি ছিলো। হামলাকারীরা তাদেরকে ভয়ভীতি দেখায়৷ একপর্যায়ে আমার বাসার গেট ভেঙ্গে ফেলে। আমি আমার পরিবার এবং আমার প্রাণের ভয়ে থানায় গিয়ে অভিযোগ করে আসি৷ আমার পক্ষে এতো বিপুল অঙ্কের টাকা চাঁদা দেওয়া সম্ভব না। আমার মায়ের ঔষুধ কিনতে আর সংসার চালাতে কষ্ট হয়ে যায়। এর সাথে, দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যবসা একেবারে নেই বললেই চলে, ধারদেনা চর লোন নিয়ে মাছের খাবার কিনতে হচ্ছে। আমি আমার নিরাপত্তা চাই আর স্বাধীন দেশে এর সুষ্ঠ বিচার চাই।

হামলার অভিযোগের বিষয়টি অস্বীকার করেন অভিযুক্ত আয়নুলের ছেলে রতন। তিনি বলেন, ২০০৮ সালে বড়বনগ্রামের একটি বিল সুমনকে আমরা ভাড়া দেই ৪ লক্ষ টাকার বিনিময়ে। তবে, সুমন তৎকালীন ক্ষমতাসীনদের ছত্রছায়া গত ১৭ বছর থেকে সেই ৪ লক্ষ টাকা না দিয়ে উল্টো ওয়ার্ড কাউন্সিলরের কাছে যেতে বলে। তখনকার সেই ৪ লক্ষ টাকা তো এখন ৮ লক্ষের সমান। আমরা তো সেটাও দাবী করি নি৷ আমরা চেয়েছি স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে একটি মিমাংসায় বসতে। এর মধ্যে সুমন আমাদের ফাসানোর জন্য মিথ্যে অভিযোগ করে আমাদের নামে। আমরা তার বসতবাড়ি ভাংচুর করি নি৷ এগুলো সব তাদের সাজানো নাটক।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমা মোস্তারিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, বসতবাড়ীতে ভাংচুর ও চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com