আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে মুদি ব্যবসায়ী আব্বাস আলী তার দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন। এমন সময় দোকানের সামনে দিয়ে একটি ইটের খোয় ভর্তি শ্যালো ইঞ্জিল চালিত একটি পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে আব্বাসের দোকানে ঢুকে পড়ে। এতে আব্বাস আলী সেই ট্রলির ধাক্কায় চাপা পড়েন।
দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, ‘এমন ঘটনা শুনেছি, তবে এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’