স্বাধীনতা দিবসে তানোরে কুচকাওয়াজ, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় আকচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
রাজশাহীর তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ, চিত্রাংকন এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে আকচা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বিদ্যালয়টি। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাংবাদিক সিরাজুল ইসলাম রনির পুত্র আল মুকসিদ আবরার রাহাত। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বিদ্যালয়ের অন্য আরেক শিক্ষার্থী।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান। এসময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, সাংবাদিক সিরাজুল ইসলাম রনি জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার দপ্তর সম্পাদক এবং জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার। তার ছেলে আবরার রাহাতের এই অর্জনে গর্বিত পরিবারসহ বিদ্যালয় কর্তৃপক্ষও উচ্ছ্বসিত।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীরা দেশপ্রেম ও সৃজনশীলতার পরিচয় দিয়েছে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।