July 13, 2025, 12:05 pm
শিরোনাম :
রাজশাহীতে জুলাই এলায়েন্সের পরিচিতি সভা ও দোয়া মাহফিল সাবেক স্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে ব্যবসা দখলের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন “সাবেক দূতাবাস কর্মকর্তা লেদার অস্বচ্ছ দৌরাত্ম্যে উত্তাল রাজশাহী”-শীর্ষক সংবাদের প্রতিবাদ অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন বেগম খালেদা জিয়া তানোরে মুরগির বিষ্ঠা ফেলার সময় গ্রামবাসীর হাতে ২টি ড্রাম ট্রাক আটক জামিনে মুক্তি পেলেন চাঁপাইনবাবগঞ্জের সেই বিএনপি নেত্রী বাঘায় খেয়া ঘাটে গভীর রাতে গুলি ছুড়ে স্পিডবোট ভাঙচুর, ইঞ্জিন খুলে নেয়ার অভিযোগ রাজশাহীতে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত রাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাক্ষাৎ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল নেতার স্থায়ী বহিষ্কার

স্টাপ রিপোর্টার :
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল নেতার স্থায়ী বহিষ্কার

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল নেতা শিবলী নোমানী ইসলাম নিলয়কে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং দুই শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার (২৫ মার্চ) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই বহিষ্কারাদেশ অনুমোদিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্যমতে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিলয়ের আচরণ ছিল অত্যন্ত বেপরোয়া।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

ফারারুজ্জামান বাধন (আইন ও মানবাধিকার বিভাগ) – দুই সেমিস্টারের জন্য বহিষ্কার।

নূর-ই আলম সিদ্দিকী (ব্যবসায় প্রশাসন বিভাগ) – এক সেমিস্টারের জন্য বহিষ্কার।

রিজওয়ান তানভীর মীম (ব্যবসায় প্রশাসন বিভাগ) – তার পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় ছয় মাসের জন্য সনদ অকার্যকর ঘোষণা।

সোয়াইব হোসেন ও মুরশিদা মেহেরিন হাসি (ব্যবসায় প্রশাসন বিভাগ) – কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তবে শিবলী নোমানী সেখানে ছাত্রদলের কমিটি গঠনের চেষ্টা করছিলেন এবং শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রদলের ফরম পূরণে বাধ্য করতেন।

এছাড়া তিনি শিক্ষকদের, শিক্ষার্থীদের, বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করতেন, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছিল।

গত ২৮ নভেম্বর এক বিভাগের অনুষ্ঠানে গিয়ে শিবলী এক শিক্ষার্থীকে হুমকি দেন। ১ ডিসেম্বর ওই শিক্ষার্থী ক্যাম্পাসে হামলার শিকার হন, যার ফলে তার চোয়ালের হাড় ভেঙে যায়। পরবর্তীতে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় জামিন না দিলে তিনি এক ম্যাজিস্ট্রেট সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. হাবিবুল্লাহ বলেন, ‘সার্বিক বিষয়ে তদন্তের পর শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট চারজন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে এবং দুজনকে সতর্ক করা হয়েছে।’

এ বিষয়ে জানতে শিবলী নোমানী ইসলাম নিলয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ