নাটোরের বাগাতিপাড়ায় তরুণী ধর্ষণ মামলায় ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো বাগাতিপাড়া উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান (১৯), হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন (২২) ও সিংড়া উপজেলার আগপাড়া-শেরকোল গ্রামের রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা (২০)।
পুলিশ ও ভুক্তভুগি পারবার সুত্রে জানা যায়, বাগাতিপাড়া উপজেলার কাকফো গ্রামের মেহেদী হাসান নামের এক যুবক পুর্ব পরিচয়ের সুত্র ধরে ১৭ বছর বয়সী এক তুরুণীকে গত ৫ মার্চ রাতে বাড়ি থেকে ডেকে পাশের একটি আমবাগানে নেয়। সেখানে নির্জন স্থানে নিয়ে মেহেদী তাকে জোর পুর্বক ধর্ষণ করে।
পরে মেহেদীর অপর তিন বন্ধু রনি , রাজিব ও গোলাম মোস্তফা পালাক্রমে ওই তরুণীকে ধর্ষন করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর তরুনীর মা বাদি হয়ে গত ২৫ মার্চ বাগাতিপাড়া মডেল থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগ দায়েরের পর বাগাতিপাড়া থানার পুলিশ অভিযান চালিয়ে সিংড়া উপজেলার বন্দর এলাকা থেকে মেহেদী সহ তিনজন এবং মঙ্গলবার রাতে বাগাতিপাড়ার নিজ বাড়ি থেকেরাজিবকে গ্রেপ্তার করে। অভিযোগ দায়েরের চার ঘন্টার ব্যবধানে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।