বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে রাজশাহীর মনিচত্তর, সিনএবি মোড়, কোট বাজার ও কাসিয়াডাঙ্গা বাজারে সাধারণ মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফায়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, যুগ্ম আহ্বায়ক রিজভী, যুগ্ম আহ্বায়ক প্লাবন ও মারুফ।
এছাড়া রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সাজিম, জেলা যুবদলের সদস্য মিনহাজ, যুবদল নেতা রানা মণ্ডল, কাদের, সাগর, সজিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফায়সাল সরকার ডিকো বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদল সবসময় জনগণের পাশে রয়েছে। পবিত্র রমজান মাসে অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ইফতার বিতরণ করছি। এ ধরনের মানবিক কার্যক্রম আমরা পুরো রমজান মাসজুড়ে অব্যাহত রাখব।”
অরণ্য কুসুম বলেন, “বর্তমান সরকারের অগণতান্ত্রিক শাসনে মানুষ চরম ভোগান্তিতে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ ইফতার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে তারেক রহমানের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা মানুষকে কিছুটা স্বস্তি দেবে বলে আমরা আশা করি।”
রিজভী বলেন, “যুবদল সবসময় জনগণের কল্যাণে কাজ করে। আজকের এই ইফতার বিতরণ তারই প্রমাণ। দেশের মানুষকে দুর্ভোগ থেকে মুক্ত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা রাজপথে আছি এবং থাকব।”
উপস্থিত নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের নির্দেশে যুবদল রমজান মাসে আরও বিভিন্ন স্থানে ইফতার বিতরণসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাবে।