April 26, 2025, 11:54 am

জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় স্মৃতিসৌধ থেকে আটক ৩

ঢাকা অফিস:
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় স্মৃতিসৌধ থেকে আটক ৩

‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে স্বাধীনতা দিবসে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) বেলা সাড়ে এগারোটার সময় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একটি দলের নেতা কর্মীরা আওয়ামিলীগ এর পক্ষে স্লোগান দেওয়ার সময় উপস্থিত জনগণের সাথে তাদের কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে তাদেরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে জানা যায় শ্রদ্ধা জানাতে আসা সবাই বঙ্গবন্ধু প্রজন্মলীগের নেতাকর্মী ছিলেন।

আটককৃতরা হচ্ছে, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ এর মহাসচিব সেলিম রেজা (৪৫), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ এর সদস্য মো. শহিদুল ইসলাম (৪৮) ও আশুলিয়ার দক্ষিন গাজীরচট এলাকার মো. সোহেল পারভেজ (৪০)।

আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে ৪ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com