June 13, 2025, 10:27 pm
শিরোনাম :
রাজশাহীতে হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯ রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে : প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিএনপি নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ বাগমারায় বারনই নদী থেকে যুবকের লাশ উদ্ধার ভারতে বিমান দুর্ঘটনা, মরদেহ বুঝে নিতে অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা বিদেশিনীর সঙ্গে শিল্পার ঝগড়ার ভিডিও ভাইরাল, জানা গেলো কারণ আমে এবার ‘ঢলন’ প্রথা বাতিল, কেজি প্রতি কমিশন দেশের সংকট নিরসনে ওয়ান টু ওয়ান মিটিং এর দিকে জাতি তাকিয়ে : বিএনপি নেতা মিলন ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক দুপুরে

রাবিতে নিয়মিত স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাবেন বাইরের বহিরাগত শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি :
রাবিতে নিয়মিত স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাবেন বাইরের বহিরাগত শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভাগসমূহে এখন থেকে রাবিতে অধিভুক্ত কলেজ ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতক (সম্মান) উত্তীর্ণ শিক্ষার্থীরা স্নাতকোত্তর শ্রেণিতে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৫৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। সিন্ডিকেট সদস্য সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অধীন বিভাগসমূহে মাস্টার্স প্রোগ্রামে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ হতে স্নাতক/স্নাতক (সম্মান) পাস করা শিক্ষার্থীরা বিভাগের মাস্টার্স প্রোগ্রামে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের ভর্তির জন্য বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনের জন্য স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে। স্নাতক পাসের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদন করা যাবে। অনুষদের অধিকর্তার তত্ত্বাবধানে বিভাগগুলো আসন ফাঁকা থাকা সাপেক্ষে পৃথকভাবে নিজ নিজ বিভাগে ভর্তি পরীক্ষার আয়োজন করবেন। তবে ভর্তি হতে শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ করেছি অনেক শিক্ষার্থীই মাস্টার্স না করেই চলে যাচ্ছে। ফলে বিভিন্ন বিভাগে মাস্টার্সে অনেক আসন ফাঁকা থাকছে। বিশেষ করে কৃষি অনুষদের বিভাগগুলোয়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আসন ফাঁকা থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগ ছাত্র ভর্তি করাতে পারবে। তবে এটি অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে করাতে হবে।’ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষার্থীরা স্নাতক শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হন। স্নাতক পাস করার পর ৩ বছর পর্যন্ত এই সুযোগ থাকে। তবে স্নাতক পাস করার পর অনেক শিক্ষার্থী বিভিন্ন কারণে স্নাতকোত্তরে ভর্তি হয় না। এই ফাঁকা আসন পূর্ণ করার জন্যই বাইরের শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ