April 26, 2025, 12:22 pm

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে লাচ্ছা সেমাই ধ্বংস

স্টাপ রিপোর্টার :
রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে লাচ্ছা সেমাই ধ্বংস

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী মহানগরী ও পবা উপজেলায় একটি বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে। অভিযানে অনুমোদনহীনভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানের ৪৯২ কেজি লাচ্ছা সেমাই এবং প্রায় ১ হাজার কেজি অবৈধ লেবেল/প্যাকেট জব্দ ও ধ্বংস করা হয়।

বিএসটিআই জানিয়েছে, সোমবার বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে রোজা ফুড প্রোডাক্টস ও রাজশাহী বেকারি থেকে বিপুল পরিমাণ অবৈধ লাচ্ছা সেমাই ও বিএসটিআই’র মানচিহ্নযুক্ত ভুয়া লেবেল জব্দ করা হয়। একই এলাকায় পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজ অনুমোদিত ব্র্যান্ডের বাইরে অন্য একটি ব্র্যান্ডে লাচ্ছা সেমাই বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং নতুন ব্র্যান্ডের লাইসেন্স নিতে দুই দিন সময় দেওয়া হয়।

এছাড়া, সমসাদীপুর, কাটাখালী, পবা উপজেলায় অবস্থিত আলিফ ট্রেডার্স (এ.বি লাচ্ছা সেমাই) অনুমোদিত ব্র্যান্ডের বাইরে আরও চারটি ব্র্যান্ডের লাচ্ছা সেমাই বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয় এবং দুই দিনের মধ্যে লাইসেন্স গ্রহণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কারখানার স্বাস্থ্য ও পরিবেশগত অবস্থা উন্নত করার পরামর্শ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স না নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক জহুরা সিকদার এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই’র কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, আলেয়া খাতুন ও প্রকৌশলী জুনায়েদ আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ
Social Media Auto Publish Powered By : XYZScripts.com