পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের কাশিয়াডাঙ্গা থানাধীন ২ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে শুভাকাঙ্ক্ষী ও জনশক্তিদের সম্মানে এক মনোমুগ্ধকর গণ-ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাজশাহী কোর্ট কলেজ মাঠ প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের ২ নম্বর ওয়ার্ড সভাপতি পারভেজ মোশাররফ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সামিউল ইসলাম সানি।
গণ-ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের শিক্ষা ও এইচআরএম সম্পাদক ইসমাইল হোসেন হাবিব। বিশেষ অতিথি ছিলেন মহানগর ছাত্রশিবিরের স্পোর্টস সম্পাদক ইউসুফ আলী। এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল খালেক শান্তসহ ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত এবং ঐতিহাসিক বদর যুদ্ধের প্রেরণাদায়ক ঘটনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এই মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর ন্যায়, সততা এবং মানবতার পথে চলার আহ্বান জানান বক্তারা।
তারা তরুণ প্রজন্মকে ইসলামের আদর্শকে ধারণ করে মানবিক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও বক্তারা পবিত্র রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা এবং বিভেদ দূর করার প্রত্যয় ব্যক্ত করেন।
দীর্ঘদিন পর একসাথে উন্মুক্ত পরিবেশে ইফতার আয়োজন করতে পেরে আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।