রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টের উনুলিপি শাখার অফিস সহকারী মিরা খাতুনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নকলের সার্টিফাইড কপি দেওয়ার জন্য তিনি সিএমএম কোর্টের একজন কর্মকর্তার নাম ব্যবহার করে আবেদনকারীর কাছ থেকে ৩০০/৪০০/৫০০ টাকা ঘুষ নেন, যেখানে সরকারি ফি মাত্র ৪০ টাকা।
মিরা খাতুন ২০০৯ সালে আয়া পদে যোগদান করেন এবং তিন বছর পর পদোন্নতি পেয়ে অফিস সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি সিএমএম-২ মামুন উর রাশিদের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উনুলিপি শাখায় ঘুষ বাণিজ্য চলছে, যা সেবা প্রত্যাশীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মিরা খাতুনের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের দ্রুত তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে তারা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।